ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশান থানা পুলিশ বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান হিরু বেশ কিছুদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গুলশান থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় হিরুর সংশ্লিষ্টতা পাওয়া যায়। দীর্ঘদিন ধরেই তাকে নজরদারিতে রাখা হচ্ছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হিরুকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি মামলার তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সেটি প্রকাশ করা হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ব্যক্তি মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে সম্পর্কের মিথ্যা দাবি করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
আসাদুজ্জামান হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে অভিযোগ উঠেছে।