ঢাকা: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে আজ (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকটি দুপুর ৪টা এবং সন্ধ্যা ৭টায় দুই ধাপে অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত থাকবেন।
সূত্র মতে, আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ এবং নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেবেন।
অভ্যুত্থানে ভূমিকা রাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বামপন্থি অন্যান্য দলগুলোকে বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তবে বুধবার রাত পর্যন্ত সিপিবি বা বাম গণতান্ত্রিক জোটের কোনো দল আমন্ত্রণ পায়নি বলে জানান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গতকাল (১৫ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, ঘোষণাপত্র জারি করতে দেরি হলে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
নেতারা আরও জানান, আজ (১৬ জানুয়ারি) তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। সেখানেই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে প্রোক্লেমেশন জারি করার তারিখ ঘোষণা করার দাবি জানানো হবে।