ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহুল আলোচিত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগ এ রায় দিয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
২০১৮ সালে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে হাইকোর্ট সেই রায় বহাল রাখে। কিন্তু আপিল বিভাগের কাছে মামলার নথি পুনর্বিবেচনার পর সর্বসম্মতিতে খালাসের রায় ঘোষণা করা হয়।
রায়ের সময় প্রধান বিচারপতি বলেন, “মামলার প্রমাণাদি বিশ্লেষণ করে দেখা গেছে যে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় আইনের নিরপেক্ষ মানদণ্ডে উত্তীর্ণ নয়। সঠিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে এই রায় পুনঃমূল্যায়ন করা হয়েছে।”
রায় ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ রায়কে ন্যায়বিচারের বিজয় বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, এ রায় বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ।