স্প্যানিশ সুপার কাপে জমজমাট ফাইনালের মঞ্চ প্রস্তুত। বার্সেলোনার পর এবার মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আগামী রোববার (১২ জানুয়ারি) শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। একের পর এক আক্রমণ তৈরি করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় কার্লো আনচেলত্তির দল। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
ম্যাচের ৬৩ মিনিটে মধ্যমাঠের সেনানী জুড বেলিংহ্যামের নিখুঁত ফিনিশিংয়ে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে যায়। এরপর মায়োর্কা খেলায় ফেরার চেষ্টা করলেও রিয়ালের রক্ষণভাগ দৃঢ় থাকে।
ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে মায়োর্কা। এর তিন মিনিট পর রদ্রিগোর অসাধারণ ফিনিশিং নিশ্চিত করে রিয়ালের ৩-০ গোলের জয়।
বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের দ্বৈরথ বিশ্ব ফুটবলে বরাবরই আলোচিত। রোববার (১২ জানুয়ারি) সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়ে এই দুই পরাশক্তি শিরোপার লড়াই করবে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন আরেকটি উত্তেজনাপূর্ণ ক্লাসিকোর।