✍🏻অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত এবং তার ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।
তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত লেখেন, “এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে বলা হলো আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এরপর আগস্টে দাবি করা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা পড়েছি।”
তিনি আরও বলেন, “সম্প্রতি শোনা গেল ২০০ কোটি টাকা খাওয়ার খবর। আর এখন বলা হচ্ছে তালাত রাফি ৩২ কোটি টাকা লেনদেন করেছে। নামসর্বস্ব একটি পত্রিকা কোনো তথ্যসূত্র ছাড়াই খবর প্রকাশ করল, আর আমরা তা বিশ্বাস করলাম!”
হাসনাত এই ধরনের অপপ্রচারকে উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে বলেন, “এসব গুজব এবং অপপ্রচারের মধ্য দিয়েই আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এটি আমাদের নিয়তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনার বিরুদ্ধে আপসহীনদের নিয়ে মিথ্যা অভিযোগ ছড়িয়ে কারা লাভবান হচ্ছে?”
তিনি এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।