চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি চ্যানেলে এসে পৌঁছেছে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। এই ট্রলারগুলোতে থাকা ৭৮ জন জেলে ও নাবিকসহ ভারতের কারাগারে আটক থাকা আরও ১২ বাংলাদেশি জেলে—সবমিলিয়ে ৯০ জন বাংলাদেশি আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দেশে ফিরেছেন।
গত ৫ জানুয়ারি পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ৯০ জন জেলে ও ভারতীয় ৯৫ জন জেলের মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমা থেকে দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে ও নাবিককে আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে গিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ ট্রলার দুটি যথাক্রমে এস আর ফিশিং এবং সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।
এফভি লায়লা-২: ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায় এবং ২০ ডিসেম্বর ফেরার কথা ছিল। এতে ৪১ জন জেলে-নাবিক ছিলেন।
এফভি মেঘনা-৫: ২৪ নভেম্বর যাত্রা শুরু করে এবং ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এই ট্রলারটিতে ৩৭ জন জেলে-নাবিক ছিলেন।
ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তাদের আটক করা হয়।
এর আগে ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ ডুবে যায়। ওই নৌকায় থাকা ১২ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করলেও, অনুপ্রবেশের অভিযোগে তাদের কারাগারে পাঠায়।