ঢাকা, ৩১ ডিসেম্বর: কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল, তা আপাতত স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে নির্ধারিত গণজমায়েত পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকার আন্দোলনকারীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং জুলাই ঘোষণাপত্রের বিষয়টি রাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আব্দুল হান্নান মাসউদ বলেন, “৫ আগস্ট আমরা দেখেছি সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগামীকালও জনগণ একইভাবে রাস্তায় থাকবে। অন্তর্বর্তী সরকার আমাদের ঘোষণাপত্রের প্রতি সম্মতি জানিয়েছে। তবে আমাদের বিপ্লবীদের শহীদ মিনারে একত্রিত হওয়া বন্ধ হবে না।”
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ঘোষণাপত্র প্রকাশ হবে কি না, এই প্রশ্নে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। পরিবর্তে কার্যালয়ের বাইরে মিছিল করার কথা জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন ত্যাগ করেন।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, “অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে লিখিতভাবে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে এটি আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি পাবে। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি আরও বলেন, “সরকার যদি জনগণকে ঐক্যবদ্ধ রেখে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে এবং সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করে, তবে এর স্থায়িত্ব নিশ্চিত হবে।”
যদিও জুলাই ঘোষণাপত্র আপাতত স্থগিত করা হয়েছে, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে শহীদ মিনারে গণজমায়েত পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল নাগরিককে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।