রংপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে ভিন্নমুখী প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পালাবেন না, তবে তিনি এখন কি দাওয়াত খেতে গিয়েছেন?
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলা কলেজ মাঠে জামায়াতে ইসলামীর মিঠাপুকুর শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাংলাদেশের মালিক হয়ে বসে আছেন। আমাদের ভাড়াটিয়া বানিয়ে বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেছেন। এমনকি ভারত থেকে এসে তিনি দেশের জনগণের আবেগকে উসকে দিচ্ছেন।”
তিনি আরও দাবি করেন, দলের অন্যতম নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এবং জামায়াত নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে।
ডা. শফিকুর বলেন, “গত ৫ আগস্ট আবু সাঈদ বুক পেতে দিয়ে গুলি খেয়েছেন। সারাবিশ্ব তাকে দেখেছে। এটি হাসিনা সরকারের দমননীতি স্পষ্ট করেছে।”
মিঠাপুকুর শাখার আমির মো. আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম, দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এছাড়া রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ বিভিন্ন জেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।