ঢাকা, ২৩ ডিসেম্বর:
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন। এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ সেন্টারে আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, “যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত বিদ্যমান, সেসব ক্ষেত্রে দ্রুত সংস্কার আনতে হবে। এ ধরনের ঐক্যমতের সংস্কার ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তারা তা পরিবর্তন করতে পারবে না।”
তিনি আরও বলেন, বিচার বিভাগীয় সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। অতীতে বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তা সঠিক উপায়ে ব্যবহৃত হয়নি।
আদালত অবমাননার নামে হয়রানির অভিযোগ
আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “পূর্বে আদালত অবমাননার নামে প্রধান বিচারপতি অনেক সময় হয়রানি করতেন। সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বেড়ে গেছে।”
তিনি আরও জানান, এই সমস্যা সমাধানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে।
বিচার বিভাগের কার্যকারিতা বাড়ানোর জন্য বিচারক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন বলেও মতামত দেন আলোচকরা।
এই ধরনের উদ্যোগ গণতান্ত্রিক কাঠামো মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই একমত হন।