ওয়াশিংটন: পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘অন্যায্য’ ফি আদায়ের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, পানামা যদি সুষ্ঠু ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে খালের নিয়ন্ত্রণ পুনরায় যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া হবে।
শনিবার (২১ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, পানামা কর্তৃপক্ষের আরোপিত ফি হাস্যকর এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি এটি অন্যায় আচরণ। তিনি লিখেছেন, “পানামা খালের ব্যবহার নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে। এটি আর দীর্ঘস্থায়ী হতে পারে না।”
ট্রাম্প আরও বলেন, “পানামাকে নিজেদের মতো করে খালটি পরিচালনা করতে হবে। চীন বা অন্য কোনো দেশ এটি নিয়ন্ত্রণ করবে না। যদি পানামা এটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারে, তবে খালের নিয়ন্ত্রণ আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।”
ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে ইতোমধ্যে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পানামা প্রশাসন এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের নির্মাণ করা এই খাল ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও পানামার মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ১৯৯৯ সালে পানামার পূর্ণ নিয়ন্ত্রণে যায়।