ফেনীর সোনাগাজীতে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরে ওঠার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র “নৃত্য শিল্পকলি একাডেমি”-র কর্ণধার হিসেবে পরিচিত নুরুল আমিন পলাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জুতা না খুলেই মিনারে ওঠেন পলাশ। এ ঘটনার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নুরুল আমিন পলাশ একসময় সোনাগাজী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় জনগণ তাকে এলাকা ছাড়তে বাধ্য করেন বলে জানা গেছে। এছাড়া তাকে নাস্তিক হিসেবে জানেন প্রতিবেশীরা এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিজয় দিবস আমাদের জাতীয় গৌরবের দিন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার একটি পবিত্র স্থান। সেখানে জুতা পরে ওঠা অত্যন্ত অশ্রদ্ধার কাজ।”
আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পলাশ এমন আচরণ করার পরও কীভাবে সমাজে নিজের গ্রহণযোগ্যতা দাবি করেন, তা বোধগম্য নয়।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি। তবে এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের আচরণ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ এ ঘটনায় তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
বিষয়টি নিয়ে পলাশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি করছেন সচেতন মহল।