ঢাকা থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ ও জয়দেবপুর কমিউটার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন এই সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো ভোর থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে চলাচল করবে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
তুরাগ কমিউটার ট্রেন ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টায় এবং জয়দেবপুর পৌঁছাবে ৬টায়। পথে বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে ৭টা ৪০ মিনিটে। এ পথে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে বিরতি থাকবে।
তুরাগ কমিউটার আবার জয়দেবপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ৬টা ৪০ মিনিটে। এরপর ঢাকা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে জয়দেবপুর পৌঁছাবে ১১টা ১৫ মিনিটে।
জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। এ ট্রেন তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।
জয়দেবপুর থেকে ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ৮টা ২৫ মিনিটে। পথে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে বিরতি থাকবে।
এই ট্রেন আবার দুপুর ১১টায় ঢাকা থেকে ছাড়বে এবং জয়দেবপুর পৌঁছাবে ১২টায়। একইভাবে জয়দেবপুর থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে এবং ঢাকায় আসবে ১টা ৪০ মিনিটে।
তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার, আর জামালপুর কমিউটারের ছুটি শনিবার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব ট্রেনের টিকিট শুধুমাত্র নির্দিষ্ট স্টেশন থেকেই ইস্যু করা যাবে।
নতুন এই সময়সূচি যাত্রীসাধারণের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।