পাকিস্তান নৌবাহিনী মাঝ সমুদ্রে ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ১২ জন ক্রুকে উদ্ধার করেছে। বুধবার (৪ ডিসেম্বর) ইরান থেকে গুজরাটের বন্দরনগরী পোরবানদারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘এমএসভি আল পিরানিপির’ নামের এই কার্গো জাহাজ।
যাত্রাপথে ইরানের জলসীমা অতিক্রম করে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে (ইইজেড) প্রবেশের পর জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। সমুদ্রে বিপদের সংকেত পাঠানোর পরপরই মুম্বাই থেকে পাকিস্তানের সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)-এর সঙ্গে যোগাযোগ করে ভারতের কর্তৃপক্ষ।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান নৌবাহিনী ও পিএমএসএ যৌথ উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে সফলভাবে জীবিত উদ্ধার করা হয় জাহাজে থাকা ১২ জন ক্রুকে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃতদের নিরাপদে ভারতীয় কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে সমুদ্রসীমায় সমন্বিত উদ্ধার তৎপরতার গুরুত্ব আবারও প্রমাণিত হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী এই সহায়তার মাধ্যমে মানবতার সেবায় তাদের দায়বদ্ধতা প্রকাশ করেছে।