ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪: ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী মূল্য নির্ধারণ করা হবে। গতকাল (সোমবার) বিইআরসি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এর আগে অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে এলপিজির দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে জুন, মে এবং এপ্রিলে মূল্য কমানো হয়েছিল। এ বছরের প্রথম তিন মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল।
অটোগ্যাসের ক্ষেত্রেও একই ধারা দেখা গেছে। গত নভেম্বরে অটোগ্যাসের মূল্য ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে অক্টোবর থেকে জুলাই পর্যন্ত এই দামে বৃদ্ধি হলেও জুন, মে এবং এপ্রিলে মূল্য হ্রাস পেয়েছিল।
২০২৩ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম পাঁচবার কমানো হলেও সাতবার বাড়ানো হয়েছিল। গত বছরের তুলনায় এই বছর মূল্য পরিবর্তনের হার বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে।
আজকের ঘোষণার মাধ্যমে ডিসেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হবে। এই মূল্য নির্ধারণ ভোক্তাদের দৈনন্দিন খরচে সরাসরি প্রভাব ফেলবে। ফলে, নতুন মূল্য ঘোষণা ভোক্তাসহ সংশ্লিষ্ট সব মহলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।