সরফভাটায় বিএনপি-ছাত্রদলের সভায় ওসির বক্তব্য ভাইরাল
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে এক মতবিনিময় সভায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব খান।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় তিনি বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে বলেন, “যারা ৫ আগস্টের আগে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না।”
এই বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওসি আহসান হাবিবকে আরও বলতে শোনা যায়, “আপনাদের এ পর্যায়ে আওয়ামী লীগ থাকলে ঠ্যাং ভেঙে দিতো। এটা যদি না পারেন, তবে আর কিছু বলার নেই। এখনও তারা (ছাত্রলীগ) কেমনে হাঁটে!”
ওসির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।
চট্টগ্রামের সরফভাটা ইউনিয়নে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সঙ্গে স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা বেশ কিছুদিন ধরে চলমান। সম্প্রতি ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনার কেন্দ্রে আসে।
ওসির এমন বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতার ওপর প্রশ্ন তুলেছে। রাজনৈতিক দলগুলো এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছে।
ওসির বক্তব্যের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিএনপি ও ছাত্রদলের নেতারা এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে “ন্যায়বিচারের পদক্ষেপ” বলে আখ্যায়িত করেছেন।
এমন অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই ইস্যুতে কী পদক্ষেপ নেন, সেটি নজর রাখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।