বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর অধীনে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাব স্থগিত করেছে। ব্যাংক লেনদেন আপাতত ৩০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।
বিএফআইইউ এক বিজ্ঞপ্তিতে জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারার আওতায় সূচনা ফাউন্ডেশনের পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম এবং লেনদেন বিবরণী সংযুক্ত করে এক্সেল শিট আকারে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সূচনা ফাউন্ডেশন একটি অগ্রণী প্রতিষ্ঠান, যা মানসিক ও স্নায়বিক অক্ষমতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে কাজ করে। এটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, মুজহারুল মান্নান এবং জয়ন বারী রিজভী।
এই স্থগিতাদেশ সূচনা ফাউন্ডেশনের কার্যক্রমে কতটা প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিএফআইইউ-এর এই পদক্ষেপ মানিলন্ডারিং প্রতিরোধ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সূচনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য বিএফআইইউ-কে সরবরাহ করা হবে।