সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সম্মেলনে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজা ও লেবাননের সাধারণ জনগণের ওপর চলমান ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সৌদি আরবের যুবরাজ সালমান আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিন ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।”
সালমান আরও বলেন, “ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি হামলা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই আগ্রাসনে দেড় লাখ মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আমি আবারও এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।” ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সালমান গাজায় চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতারও সমালোচনা করেন এবং উপত্যকাটিতে দুর্ভিক্ষ সৃষ্টির জন্য তেল আবিবকে দায়ী করেন। তিনি উল্লেখ করেন যে, ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে।
এছাড়া, ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে, ইরানে হামলা না চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেন যুবরাজ সালমান। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও সম্মেলনে তার বক্তব্যে ইসরায়েলি হামলার জন্য তার দেশের ভয়াবহ সংকটের দিকটি তুলে ধরেন। তিনি জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের নামে ইসরায়েল লেবাননে সংকটময় পরিস্থিতি তৈরি করছে।
মূল শব্দ: সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান, ইসরায়েলি হামলা, গাজা, লেবানন, আরব ইসলামিক সম্মেলন, ফিলিস্তিন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্প্রদায়, শান্তি প্রতিষ্ঠা