নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে আলুর মূল্য আরও বেড়ে গেছে। খুচরা বাজারে আলুর কেজি প্রতি দাম ৭০ টাকা ছাড়িয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে শনিবার (৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানের সময় ভোক্তা অধিদফতর দেখতে পায়, পাইকারি আড়তদাররা আলু ৬২-৬৩ টাকায় বিক্রি করছেন, যা নির্ধারিত ৫৮ টাকার চেয়ে বেশি। ক্রয় ও বিক্রয়ের পাকা ক্যাশমেমো দেখাতে না পারায় এবং উচ্চ মূল্যে বিক্রির কারণে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আড়তদারদের দাবি, তারা কোল্ড স্টোরেজ থেকে বেশি দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন। তবে ক্যাশমেমো দেখাতে না পারায় এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। ভোক্তা অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, আড়তদাররা নির্ধারিত দামে বিক্রি না করে অযৌক্তিকভাবে লাভ করছেন। সরকারি নির্ধারিত দাম ৪৫ টাকা হলেও তারা ৬৩ টাকা পর্যন্ত বিক্রি করছেন, যা ভোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
অধিদফতর আড়তদারদেরকে নির্দেশনা দিয়েছে, এখন থেকে প্রতিটি বিক্রয়ে পাকা ক্যাশমেমো প্রদর্শন এবং নির্ধারিত দামে আলু বিক্রি করতে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদফতর।