ঢাকা: নব্বই দশকের খ্যাতিমান অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
এর আগে গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়।
গত ৫ আগস্ট, ছাত্র বিক্ষোভ ও গণআন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। ই-কমার্স জগতে তার বিশেষ অবদান থাকলেও রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত বিতর্কের কারণে তাকে পদত্যাগ করতে হয়।
১৯৭০ সালে জন্ম নেওয়া শমী কায়সার অভিনেত্রী হিসেবে নব্বই দশকে বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি প্রয়াত শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য এবং লেখিকা পান্না কায়সারের মেয়ে। প্রখ্যাত রাজনীতিক একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রীর ছোট বোন হওয়ায়, শমী কায়সার রাজনীতিক মাহি বি চৌধুরীর খালাতো বোন।
শমী কায়সারের এই গ্রেপ্তার প্রসঙ্গে আরও বিস্তারিত জানার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্যের অপেক্ষা করছে গণমাধ্যম।