ঢাকা, ১২ আগস্ট ২০২৪: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে চীন, ভারত, যুক্তরাজ্য, জাপানসহ প্রায় ৬০ জন বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় স্বার্থের ওপর কোনো প্রভাব ফেলবে না। দ্বিপক্ষীয় সম্পর্কটি একটি স্বার্থের ভিত্তিতে স্থাপিত, এবং দুই দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমেই সুসম্পর্ক বজায় রাখা হবে।
কূটনীতিকদের ব্রিফিংয়ে তৌহিদ হোসেন জানান, সংবিধান মেনেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। এই সরকারের লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে সংঘটিত সব সহিংসতার বিচারিক তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা নেওয়া হবে।
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান। তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতা হস্তান্তর করা।
আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে উপদেষ্টা বলেন, “বন্ধুদেশগুলোর সঙ্গে চুক্তি ও অঙ্গীকার রক্ষা করা হবে, তবে যেখানে আমাদের স্বার্থ ক্ষুণ্ন হবে, সেখানে আমরা নিজেদের স্বার্থ দেখতে হবে।”