ঢাকা, ১১ আগস্ট – নানা আলোচনা-সমালোচনার মাঝেও সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আছেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হকের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। এছাড়া, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামসহ স্কোয়াডে জায়গা পেয়েছেন পাঁচ পেসার।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ রোববার (১১ আগস্ট) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।
এই সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।