নাফিস ফুয়াদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নাফিস ফুয়াদ ঈশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও মনগড়া ফোনালাপ তৈরি করে তা সামাজিক মাধ্যমে প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন নাফিস।
ডিবির তথ্য মতে, গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকার থেকে সাখাওয়াত হোসেনের বক্তব্যের অংশবিশেষ কপি করে নাফিস একটি ভুয়া ফোনালাপ তৈরি করেন। এই ফোনালাপটি গত ২৪ অক্টোবর কোয়ালিটি টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রচার করেন তিনি। এর মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়।
ডিবি জানায়, নাফিস তার পরিচালিত কোয়ালিটি টিভি নামের ইউটিউব চ্যানেল এবং কেস টিভি নামের ফেসবুক পেইজে বিভ্রান্তিকর কনটেন্ট নিয়মিত প্রচার করে আসছিলেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন এবং জানান, রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তিনি নিজস্ব ফলোয়ারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, নাফিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।