চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগেরও দাবি জানান। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানগুলো ছিল, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে’, ‘ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়’, এবং ‘মুজিববাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ’। এছাড়া, তারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন।
মিছিল শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, “ছাত্রলীগকে আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তাদের কার্যকলাপ গত ১৫ বছরে ছাত্রসংগঠন হিসেবে কোনো বৈধতা দেয়নি।”
আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সমালোচনা করে বলেন, “আপনি বঙ্গভবনের বিলাসিতা নিয়ে নিজের রাস্তা মাপুন।” তিনি আরও বলেন, “ছাত্রলীগ-আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে।”
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবির শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন। তারা হামলার তীব্র নিন্দা জানান এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবি উত্থাপন করেন।