টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্তির প্রমাণ দিতে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল। বুয়েনেস এইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার (১৬ অক্টোবর) ভোর ৬টায় মাঠে গড়ানো ম্যাচটি আবারও আলবিসেলেস্তেদের জয়রথে ফিরিয়েছে।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল স্বাগতিক আর্জেন্টিনা। ১৯ মিনিটে মার্টিনেজের পাস ধরে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে দলের লিড এনে দেন লিওনেল মেসি। এরপর ৪৩ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।
প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে দলের তৃতীয় গোলটি। মেসির ফ্রি-কিক থেকে জুলিয়ান আলভারেজ দারুণ এক গোল করেন বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে আলভারেজের বদলি হিসেবে মাঠে নামেন আলমাদা, আর ৭০ মিনিটে তার নামের পাশে যুক্ত হয় গোল। মলিনার নিচু ক্রস থেকে ওয়ান টাচে বল জালে পাঠান আলমাদা। এরপর মেসির সময়। মাত্র দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক।
৮৪ মিনিটে পালাসিওসের পাস থেকে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন মেসি। দুই মিনিট পরেই নিকো পাজের ব্যাক পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দারুণ শটে মেসি পূর্ণ করেন নিজের দশম আন্তর্জাতিক হ্যাটট্রিক।
এই ৬-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা। দশ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা, যা তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে এগিয়ে রাখছে।
এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে আবারও জয়রথে ফিরল আলবিসেলেস্তেরা, এবং মেসি-আলভারেজদের দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জ্বল হলো আর্জেন্টিনার ফুটবল।