লালমনিরহাট, ৯ অক্টোবর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লালমনিরহাটের সাময়িক বহিষ্কৃত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার বিকেলে লালমনিরহাট সদর থানায় এ অভিযোগ দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহ হিয়াতুল হাবিব মৃদুল। তিনি অভিযোগে উল্লেখ করেন, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুক আইডি থেকে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে “সন্ত্রাসী” হিসেবে উল্লেখ করেছেন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটাক্ষ করেছেন। এছাড়া, উর্মি বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুমকিস্বরূপ পোস্টও করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতামূলক হিসেবে গণ্য করা হচ্ছে।
লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগকারী ছাত্র নেতা মৃদুল বলেন, “আমাদের সহযোদ্ধা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, যা অত্যন্ত মানহানিকর। এছাড়া, সরকারের বিরুদ্ধে হুমকি দিয়ে পোস্ট করা রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপের শামিল। আমরা তাপসী তাবাসসুম উর্মির দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
এই ঘটনাটি লালমনিরহাটসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও তদন্ত করা হবে বলে জানা গেছে।