গতকাল সোমবার রাতের লুটপাট ও বিশৃঙ্খলার পর আজ সকাল থেকে গণভবন ও সংসদ ভবনে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা সংসদ ভবন ও গণভবন পরিষ্কার করছেন এবং লুট হওয়া জিনিসপত্র সেনাবাহিনীকে বুঝিয়ে দিচ্ছেন।

গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মানুষ আনন্দমিছিল করেন এবং সংসদ ভবন ও গণভবন থেকে লুট করা জিনিসপত্র নিয়ে যান। মিছিলের অংশগ্রহণকারীরা নানান জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়, যার মধ্যে ছিল গদি, সোফা, কম্পিউটার, ল্যাপটপ, ফ্যান, এসি, খাবার, গাছপালা, পেইন্টিং এবং এমনকি সরকারি নথিপত্রও।
একজন স্থানীয় জানান, লোকজন গণভবনের টবসহ ফুলগাছ, জামদানি শাড়ি এবং আরও অনেক কিছু নিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘জনগণের মাল জনগণ নিয়ে যাচ্ছেন।’
তবে, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা এগিয়ে আসেন এবং লুট করা জিনিসপত্র সেনাবাহিনীর হাতে বুঝিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনীকে বুঝিয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল থেকে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সংসদ ভবন ও গণভবনের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন। তারা জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সংসদ ভবন ও গণভবনকে নতুন করে সাজানোর কাজ করছেন।