চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) বিকেলে শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিলকে মারধরের প্রতিবাদে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিল মোটরসাইকেলে ক্যাম্পাসে যাওয়ার পথে টোল আদায়কারীরা তার কাছ থেকে টোল ও শিক্ষার্থী কার্ড দেখতে চান। প্রথমবার পরিচয় পেয়ে তাকে ছাড়লেও, বিকেলে ফেরার পথে আবার টোল আদায়কারীদের সঙ্গে তর্কবিতর্ক হয়, যা শেষমেশ মারধরে গড়ায়।
এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহানন্দা সেতুর টোল ঘরে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি তারা টোল ঘরে আগুন ধরিয়ে দেয় এবং চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে, যা প্রায় এক ঘণ্টা ধরে চলতে থাকে।
পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। শিক্ষার্থীরা টোলমুক্ত সেতুর দাবি জানিয়ে শিক্ষার্থীকে মারধরের সুষ্ঠু বিচার দাবি করে।