প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। সোমবার (৫ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তর প্রদেশ) সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে শেখ হাসিনার হেলিকপ্টারটি পৌঁছালে সেখানেই তার সঙ্গে দেখা করেন অজিত দোভাল।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া দেশটির লোকসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীও এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস সূত্র জানিয়েছে, এই দুই নেতা বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
এদিকে বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত। আমি আশা করি, (বাংলাদেশের) গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’