ঢাকা, ১ অক্টোবর ২০২৪: গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, গিনির বিরুদ্ধে গাইবান্ধা এবং ঢাকায় একাধিক মামলা রয়েছে। গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত দুটি মামলায় তিনি অভিযুক্ত। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি থানা-পুলিশ।
গ্রেফতারের পরপরই মাহাবুব আরা বেগম গিনিকে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় রাজনৈতিক সহিংসতা এবং হামলার ঘটনায় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে মাহাবুব আরা বেগম গিনিও অন্যতম।
—