বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার কর্তৃক জারি করা কারফিউ বাতিল ঘোষণা করেছে। রবিবার (৪ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন। তিনি লেখেন, “এক দফার পর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। তাই সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউ বাতিল করা হলো।”
সরকারের পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী রাত ৯টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। তবে অসহযোগ আন্দোলনের কর্মসূচির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে।
কারফিউয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করছে।