থাইল্যান্ডের সামুত প্রকান প্রদেশে এক নারীর করুণ মৃত্যু ঘটেছে, যখন তিনি অসুস্থ অবস্থায় অফিসের ম্যানেজারের কাছ থেকে ছুটি না পেয়ে বাধ্য হয়ে কাজে যোগ দেন। মৃত নারীর নাম মে, বয়স ৩০ বছর।
মে ডেলটা ইলেকট্রনিকস কারখানায় কর্মরত ছিলেন এবং পাকস্থলীর জটিলতায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিলেও, অসুস্থতা না কমায় আরও দুই দিনের ছুটি কাটান। পরবর্তীতে আরও ছুটির আবেদন করলে ম্যানেজার তা মঞ্জুর করেননি।
চাকরি হারানোর ভয়ে ১৩ সেপ্টেম্বর অসুস্থ অবস্থাতেই কাজে ফিরে আসেন মে। কিন্তু মাত্র ২০ মিনিট কাজ করার পরেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটস (অন্ত্রের গুরুতর রোগ) উল্লেখ করা হয়।
এই ঘটনার পর কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যের প্রতি সংবেদনশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।