ঘুষ ও সুদের মতো সামাজিক অনাচার নির্মূল করতে হলে কোরআন-সুন্নাহর বিধান প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত একটি আলোচনা সভা ও কোরআন-ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, “দেশের মানুষকে ঘুষ ও সুদের জুলুম থেকে মুক্ত করতে কোরআন ও রাসুলের (স.) সুন্নাহর বিধান মেনে চলা অত্যাবশ্যক। অন্যথায় দেশ থেকে এসব সামাজিক সমস্যা নির্মূল সম্ভব হবে না।” তিনি আরও বলেন, “দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে মানুষের মুক্তির লক্ষ্যে, তবে এখন বসে থাকলে এই অর্জন মূল্যহীন হবে। রাসুলের সুন্নাহ চালু না করলে দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।”
অনুষ্ঠানে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন-সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।