চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশের সুখ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে থাকলেও বর্তমানে ইলিশের চড়া দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। ইলিশের ভরা মৌসুমেও দাম অনেক বেশি হওয়ায় চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ না কিনে ফিরতে হচ্ছে বহু মানুষকে। ক্রেতাদের মতে, প্রতি কেজিতে আরও ২০০ থেকে ৩০০ টাকা কমালে তবেই তা ক্রয়ক্ষমের মধ্যে আসবে। আশ্চর্যের বিষয়, ঢাকার তুলনায় চাঁদপুরে ইলিশের দাম আরও বেশি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, শত শত খুচরা ক্রেতা ও বিক্রেতার ভিড়। আড়তগুলোতে ইলিশ বিক্রিতে ব্যস্ততা চোখে পড়ে। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে ইলিশের পাইকারি ও খুচরা বিক্রি।
রাজধানীর শান্তিনগর থেকে আসা রাসেল নামের এক ক্রেতা বলেন, “এই প্রথমবারের মতো চাঁদপুরে ইলিশ কিনতে আসলাম। ধারণা ছিল এখানে দাম কম হবে। কিন্তু দেখলাম ঢাকার তুলনায় চাঁদপুরে প্রতি কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দাম।”
একইভাবে ইলিশ কিনতে আসা হারুন বলেন, “শুনেছিলাম চাঁদপুরে ইলিশের দাম কম। কিন্তু এখানে এসে দেখি ঢাকার তুলনায় দাম আরও বেশি। ঢাকায় ১ হাজার ২০০ টাকার ইলিশ চাঁদপুরে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।”
খুলনা থেকে আসা আরেক ক্রেতা মিরাজ উদ্দিন বলেন, “ইলিশ কেনার জন্যই চাঁদপুরে এসেছি। তবে দাম কিছুটা কম হলে ভালো হতো। এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৪০০ টাকা হলে ঠিক ছিল, কিন্তু এখানে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।”
বিভিন্ন খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ইলিশের ভরা মৌসুম হলেও নদীতে তুলনামূলকভাবে ইলিশ কম ধরা পড়ছে। সামনে মা ইলিশ ধরা নিষিদ্ধ হবে, সেই সঙ্গে পূজা উপলক্ষে ইলিশের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে, সব মিলিয়ে ইলিশের দাম চড়া হয়ে উঠেছে।