সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের ভারতীয় চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ অভিযানে ২৮০ বস্তা চিনি ভর্তি ট্রাকটি আটক করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা বাইপাস এলাকায় একটি ট্রাককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে থামানো হয়। ট্রাকটি বালু বহন করার কথা থাকলেও এর ভিতরে ভারতীয় চিনি পাচার করা হচ্ছিল।
বিজিবির গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে ২৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। আটককৃত চালানটি শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।