নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে গরু গোসল করাতে গিয়ে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। রোববার বিকেলে কানিয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন (৬০) তার মেয়ে মিম (১১)-কে সঙ্গে নিয়ে নদীতে গিয়েছিলেন। একপর্যায়ে গরুর রশি পায়ে পেঁচিয়ে মিম নদীতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে মা রেজিয়া পানিতে ঝাঁপ দিলেও শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারান। স্থানীয়দের সহায়তায় মিমকে উদ্ধার করা সম্ভব হলেও রেজিয়া খাতুনকে জীবিত উদ্ধার করা যায়নি।
নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী এবং চার মেয়ে ও দুই ছেলের মধ্যে মিম ছিল সবার ছোট। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। মিমকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রেজিয়ার ভাই জালাল উদ্দিন জানিয়েছেন, মরদেহ বাড়িতে আনা হয়েছে এবং সন্তানরা ঢাকায় আসার পর দাফন করা হবে। দুর্গাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে এখনও থানায় কোনো সংবাদ আসেনি।