যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বারমিংহাম শহরে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে এই হামলা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বারমিংহাম পুলিশ জানিয়েছে, হামলায় দুইজন পুরুষ ও একজন নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়, এবং আহতদের মধ্যে একজন হাসপাতালে প্রাণ হারিয়েছেন।
পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানান, ‘ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট’ নামক বারমিংহামের একটি জনপ্রিয় এলাকায় হামলাটি হয়। এই এলাকা মূলত নৈশ জীবন এবং বিনোদনের জন্য পরিচিত। তিনি আরও জানান, হামলাকারীরা একাধিকবার গুলি চালায়, তবে তারা পায়ে হেঁটে এসেছিল নাকি গাড়িতে করে তা এখনো নিশ্চিত নয়। হামলার পর কোনও সন্দেহভাজনকে এখনও আটক করা সম্ভব হয়নি।
ফিটজেরাল্ড জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চার শতাধিক ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: নাজিম মিয়া
হাদী মিডিয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত।
ই-মেইল: info@sokolerkantho.com