রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে ইসরাইলি সেনাদের অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার পশ্চিম তীরের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মুখোশধারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইসরাইলি সেনারা অফিসে প্রবেশ করে এবং ব্যুরো চিফ ওয়ালিদ আল-ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে অফিস বন্ধের কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
আল জাজিরার আরবি সংস্করণের লাইভ সম্প্রচারে দেখানো হয়, একজন ইসরাইলি সেনা ওয়ালিদ আল-ওমরিকে বলেন, ‘৪৫ দিনের জন্য অফিস বন্ধের আদেশ রয়েছে এবং এখনই সব ক্যামেরা নিয়ে চলে যেতে হবে।’
উল্লেখ্য, গত মে মাসে ইসরাইলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার। রোববার ভোরে অফিসে এই অভিযান পরিচালিত হয়। আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম জানিয়েছেন, অফিস বন্ধের হুমকি আগেই পাওয়া গিয়েছিল, তবে এত দ্রুত এটি ঘটবে তা প্রত্যাশা করা হয়নি।
ইসরাইলি সেনাদের এই অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল-ওমরি। তিনি বলেন, ‘সাংবাদিকদের এইভাবে টার্গেট করার মূল উদ্দেশ্য সত্যকে মুছে ফেলা এবং মানুষকে সত্য জানা থেকে বিরত রাখা।’
এদিকে, গাজা যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরাইলি সরকারের নিষেধাজ্ঞা এবং হামলার বিষয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মিডিয়া অধিকার গোষ্ঠী।