চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং তোপে ৩৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। তবে শুরুর ধাক্কা সামলে লাঞ্চ বিরতির আগে ভারতকে টেনে তোলেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত।
লাঞ্চ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৮৮ রান। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৩৭ রান, ৬২ বল) ও রিশভ পান্ত (৩৩ রান, ৪৪ বল)। এই জুটি বাংলাদেশের বোলারদের তোপ সামলে ভালোভাবেই প্রতিরোধ গড়ে তুলেছেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ভারত ষষ্ঠ ওভারেই প্রথম ধাক্কা খায়। হাসান মাহমুদের অসাধারণ ডেলিভারিতে ১৯ বলে ৬ রান করা অধিনায়ক রোহিত শর্মা সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এর পরপরই শুভমান গিলও শূন্য রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
তবে হাসানের তোপ এখানেই শেষ হয়নি। বিরাট কোহলিকেও মাত্র ৬ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়। ভারতের সংগ্রহ তখন ৩৪ রানে ৩ উইকেট। এমন বিপর্যয়ের পর পান্ত ও জয়সওয়ালের দৃঢ়তায় ভারত লাঞ্চের আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে কিছুটা চাপমুক্ত হয়েছে।