পাঁচবিবি, জয়পুরহাট, ১৮ সেপ্টেম্বর: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দুইজন নারী-পুরুষ গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার তন্ময় দেবনাথ ও দিনাজপুরের রনজিতা রানী রায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বীন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতের বালুপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তন্ময় দেবনাথ এবং বুধবার দুপুরে রনজিতা রানী রায়কে আটক করেন। এরপর ভারত-বাংলাদেশ দুই দেশের ক্যাম্প কমান্ডারদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।