গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার পর মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন, পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে স্থানীয় সুদীপ্ত মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে সতীশ রায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন। তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত অন্যান্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, অভিযুক্তরা সংঘর্ষের পর এলাকা ছেড়ে পালিয়েছে বলে ওসি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।