তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, যারা সাংবাদিক, কবি বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গণহত্যায় উসকানি দিয়েছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরামের সঙ্গে আলোচনা হয়েছে, যেখানে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তথ্য মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। তিনি বলেন, “যারা ফ্যাসিবাদকে সমর্থন করে জনমত তৈরি করেছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।”
গণহত্যার মামলাগুলো জনগণের পক্ষ থেকে করা হচ্ছে জানিয়ে তিনি আশ্বাস দেন, মামলাগুলো দ্রুত পর্যালোচনা করা হবে।