ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর অংশ হিসেবে যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ট্রাফিক আইন লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৫২টি মামলা করা হয় এবং ৭ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ তথ্য মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান।
তিনি বলেন, অভিযানে ৩৭টি গাড়ি ডাম্পিং এবং ১৩টি গাড়ি রেকার করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।