বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপের শঙ্কা দেখা দিয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়াতে পারে। গত দেড় মাসে উপসাগরের বাংলাদেশ অংশে পাঁচটি লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বশেষ নিম্নচাপটি চার দিন আগে কক্সবাজার উপকূলে আঘাত হেনেছিল। সেটি দুর্বল হয়ে যাওয়ার আগেই আবার নতুন লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে কমতে পারে। তবে এ সময় উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হলে আবারও বৃষ্টি বাড়বে। এর ফলে টানা দুই থেকে তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, খুলনা ও বাগেরহাট অঞ্চলে হঠাৎ করে বৃষ্টির মাত্রা বেড়েছে। ভারতের গঙ্গা অববাহিকায়ও বৃষ্টির পরিমাণ বেড়েছে, যার ফলে গঙ্গা ও পদ্মা নদীর পানি বেড়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন ওই নদীগুলোর পানি এক থেকে দুই মিটার পর্যন্ত বাড়তে পারে, তবে এই পানি বিপৎসীমা অতিক্রম করবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।