মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা প্রায় পাঁচ একর জমি অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বহু বছর ধরে এই জমি দখল করে রেখেছিলেন। ২০১৮ সাল থেকে বন বিভাগ জমিটি উদ্ধারের বেশ কয়েকবার চেষ্টা চালায়, তবে তার রাজনৈতিক প্রভাবের কারণে সফল হতে পারেনি। বন বিভাগের এক কর্মকর্তা জানান, আব্দুস শহীদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কারণে জমি উদ্ধার প্রক্রিয়া এতদিন বিলম্বিত হয়েছে।
সিলেট বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযানে পাঁচ একরেরও বেশি জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে দেখা যায়, জমিটির একাংশে লেবু গাছ রোপণ করা ছিল, আর কিছু অংশ ফাঁকা পড়ে ছিল। উদ্ধারকৃত জমিতে বন্যপ্রাণীর খাবারের উপযোগী গাছ লাগানো হয়েছে বলে বন বিভাগ জানায়।
এ অভিযানে ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান ও রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই জমি পুনরুদ্ধারকে বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: নাজিম মিয়া
হাদী মিডিয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত।
ই-মেইল: info@sokolerkantho.com