দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার প্রেক্ষিতে ভারতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা চার দিনের এক বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন এবং চীনের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে এ বৈঠক শুরু হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাতে জানা যায়, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, চীনের সামরিক আগ্রাসন এবং পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা প্রধান আলোচ্য বিষয় হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক এক সম্মেলনে প্রতিরক্ষা বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানোর পর এই বৈঠকের ঘোষণা আসে।
নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠির নেতৃত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়ও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে কমান্ডারদের সর্বদা উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ভারতের নৌবাহিনী জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে যেসব সফলতা অর্জন করেছে, সেগুলোরও পর্যালোচনা করা হবে।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং চীনের আগ্রাসী কৌশল বিশেষভাবে নজরে রাখা হচ্ছে।