বাংলাদেশের আর্থিকখাত সংস্কারে সহায়তার জন্য ১০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে এক বৈঠকে এ ঋণ সহায়তার ঘোষণা দেয়।
বিশ্বব্যাংকের দেয়া ঋণের মধ্যে ৭৫০ মিলিয়ন ডলার পলিসি বেইজড ঋণ হিসেবে এবং ২৫০ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে প্রদান করা হবে। আশা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ড এ ঋণ অনুমোদন করবে।
তবে ঋণ পেতে বাংলাদেশকে তিনটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করা।
বিশ্বব্যাংকের এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক খাতকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।