ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈদেশিক পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। দিল্লি সফর শেষে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
এছাড়া, বাংলাদেশের উন্নয়ন খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রদান সম্পর্কিত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এই তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটি যুক্তরাষ্ট্রের প্রথম চুক্তি। এর আওতায় অগ্রাধিকারমূলক খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করা হবে।
অঞ্জলি কৌর আরও বলেন, এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। বিশেষভাবে স্বাস্থ্য, শাসন ব্যবস্থা এবং তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।