ঢাকা, ১৫ সেপ্টেম্বর: বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউএসএআইডির প্রতিনিধি অঞ্জলি কর এ চুক্তির ঘোষণা দেন।
অঞ্জলি কর জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে এটি যুক্তরাষ্ট্রের প্রথম চুক্তি। চুক্তির আওতায় বাংলাদেশের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “এই চুক্তি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ও শাসন ব্যবস্থার উন্নতি সাধিত হবে।”
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে পাচার হওয়া টাকা, কর সংস্কারসহ বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।