ঠাকুরগাঁও, ১৪ সেপ্টেম্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্র আন্দোলনের সিস্টেম সংস্কার প্রক্রিয়াটি ঘর থেকে শুরু হয়ে জেলা, বিভাগ হয়ে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাবে। এর মাধ্যমেই দেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সময়ের প্রয়োজনে সবাই রাজপথে নেমেছেন ও আত্মত্যাগ করেছেন। সামনের বাংলাদেশে মেধাবী ছাত্রদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথচলা ঠাকুরগাঁও থেকেই শুরু হবে।”
তিনি আরও বলেন, “আজকের পর থেকে কোনো মানুষকে তার পোশাক, দাড়ি-টুপি বা দল দেখে বিচার করা যাবে না। তার কাজের ভিত্তিতেই বিচার করতে হবে।”
সীমান্ত হত্যা প্রসঙ্গে সারজিস আলম ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে মানুষ হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা এই হত্যার বিচার করতে পারেনি। ভারতের সেবাদাস হিসেবে যারা কাজ করেছে, তাদেরও বিচার করতে হবে।”
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রাকিব রানা মাসুদ, মিশু আলী সুহাস সহ ঠাকুরগাঁওয়ের হাজারো ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।