পরিবারের বাইরে লিওনেল মেসির সবচেয়ে বেশি সময় কাটে দেহরক্ষী ইয়াসিন চেয়ুকোর সঙ্গে। ২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এই পেশাদার নিরাপত্তাকর্মী তাঁর সঙ্গে আছেন। মেসির ভালো–মন্দ নানা সময়ের কাছ থেকে সাক্ষী ইয়াসিন সম্প্রতি এক্স প্ল্যাটফর্মের দ্য ইউরোপিয়ানল্যাডের সঙ্গে সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ইয়াসিন জানিয়েছেন, তিনি নিজেকে মেসির পরিবারের একজন মনে করেন এবং ২০২৩ ব্যালন ডি’অরের একটি বিশেষ স্মৃতিচারণা করেছেন, যেখানে আর্জেন্টাইন অধিনায়কের কিছু কথা তাঁর মনে গেঁথে আছে।